ইংল্যান্ড সিরিজে রোমাঞ্চের অপেক্ষায় তামিম

ছবি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ফাইল ফটো

ইংল্যান্ডের মাটিতে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজটি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৭, ৯, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। এর আগেই অবশ্য আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
রিজানের সেঞ্চুরির পর রাতুলের স্পিনে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
৫ ঘন্টা আগে
আয়ারল্যান্ডের মাটিতে ৩ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আজিজুল হাকিম তামিমের দল। ইংল্যান্ড সিরিজের পর ১৪ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্রামে থাকবে টাইগাররা।

এরপর ২২ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করবে দলটি। ইংল্যান্ড সিরিজ নিয়ে অবশ্য গতকালই কথা বলেছেন আজিজুল হাকিম তামিম।
৫ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের যুবারা
২২ জুলাই ২৫
যুব দলের অধিনায়ক বলেন, 'অবশ্যই ওইটা একটা আমার কাছে মনে হয় বেশ রোমাঞ্চকর। অবশ্যই আমরা আমাদের ভালো ক্রিকেট দেয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ্ ভরসা।'
সাম্প্রতিক সময়ে ত্রিদেশীয় সিরিজ জয় নিয়ে তামিম বলেন, 'সাউথ আফ্রিকা অবশ্যই বড় দল। আমরা তাদেরকে যেভাবে হারালাম তাদের মাঠে এবং জিম্বাবুয়েতেও... এটা আত্মবিশ্বাসের ব্যাপার।'