promotional_ad

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড ‘এ’ দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে আরো আগেই অভিষেক হয়েছে নিক কেলি (বামে) ও রিস মাইরুর (ডানে), ফাইল ফটো
মে মাসে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম দুইটি একদিনের ম্যাচের জন্য একদিন আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও।

promotional_ad

পহেলা মে বাংলাদেশে পা রাখবে কিউইরা, যেখানে তাদের তিনটি একদিনের ম্যাচের সিরিজ এবং দুইটি চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে। এই দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অন্তত ৯ ক্রিকেটার। বাংলাদেশও তাদের ঘোষিত দলে রেখেছে নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের।


 


মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশে আসছেন।


 


promotional_ad

গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে চমক দেখানো মিচেল হে, রিস মাইরু, জ্যাকারি ফোকসরাও আছেন এই দলে। সফরে লাল বলের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন জো কার্টার আর সাদা বলের সিরিজের অধিনায়ক নিক কেলি।


 


সিলেটে ৫মে একদিনের ম্যাচের সিরিজ শুরু। পরের দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ মে। পুরো সিরিজটি সিলেটে। ১৪ মে শুরু হতে যাওয়া প্রথম চার দিনের ম্যাচটিও হবে সিলেটে। দ্বিতীয় চার দিনের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২১ মে।


 


নিউজিল্যান্ড ‘এ’ স্কোয়াড : মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball