এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল

ছবি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বিসিবি

আগামী মাসে ব্যস্ততা বাড়ছে জাতীয় দলেরও। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এদিকে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অনূর্ধ্ব-১৯ দলও আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।
মে মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
৪ মার্চ ২৫
এক বিবৃতিতে ইতোমধ্যে নিশ্চিত হওয়া এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২৪ এপ্রিল যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে।

সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ সিরিজের সূচি-
ম্যাচ | তারিখ |
প্রথম ওয়ানডে | ২৬ এপ্রিল |
দ্বিতীয় ওয়ানডে | ২৮ এপ্রিল |
তৃতীয় ওয়ানডে | ১ মে |
চতুর্থ ওয়ানডে | ৩ মে |
পঞ্চম ওয়ানডে | ৬ মে |
ষষ্ঠ ওয়ানডে | ৮ মে |