
হাসানের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ২০০ তাড়া করে জিতল পাকিস্তান
অভিষেকের প্রথম দুই ম্যাচেই শূন্য, আর এরপরই অনবদ্য এক সেঞ্চুরি! ২২ বছর বয়সী তরুণ ওপেনার হাসান নাওয়াজের এই সেঞ্চুরিতেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে পাকিস্তান। অকল্যান্ডে ৯ উইকেটের জয় পেল সালমান আঘার দল। পাঁচ ম্যাচ সিরিজে এটিই পাকিস্তানের প্রথম জয়, আগের দুটি জিতেছে কিউইরা।