
নারী দলের নির্বাচক প্যানেলে সালমা
দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না সালমা খাতুনের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পথটা কঠিন হয়ে গেছে অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য। নারী দলে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেলেও নারী ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ নারী দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে সালমাকে।