সিলেটের হয়ে বিপিএল খেলবেন সাইম আইয়ুব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল সিলেট টাইটান্স। তারা এরই মধ্যে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা। তবে বিদেশি কোন কোন ক্রিকেটারকে তারা নিচ্ছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেছে পাকিস্তানি তারকা ওপেনার সাইম আইয়ুবকে দলে নিচ্ছে তারা। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে তাকে।