সাকিবের খরুচে বোলিংয়ের দিনে জিতল এমিরেটস
এমআই এমিরেটসের বিপক্ষে জিততে শেষ ১২ বলে ২১ রান প্রয়োজন ছিল শারজাহ ওয়ারিয়র্সের। উইকেটে তখনও দীনেশ কার্তিক ও টিম কোলহার ক্যাডমোর। এর মধ্যে ক্যাডমোর ৪০ বলে ৫০ রানে অপরাজিত। তখনও ম্যাচ অনেকটাই হেলে ছিল ওয়ারিয়র্সের দিকে। তবে ১৯তম ওভারে জহির খান ক্যাডমোরকে আউট করলে ম্যাচে ফেরে এমিরেটস।