অবসরে শাপুর জাদরান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।