
ফাইনালের আগে আজিজুলের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বাংলাদেশ
জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও প্রোটিয়ারা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে নিজেদের ফাইনালের প্রস্তুতি সেরেছে আজিজুল হাকিম তামিমের দল।