ভালোর তো শেষ নেই, ম্যাচসেরা হয়ে রিপন
পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক ফেরার পরও সিলেট টাইটান্সের জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন মঈন আলী। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে জিততে হলে শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন ছিল ২৫ রান। এমন সময় রিপন মণ্ডলের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ডানহাতি পেসারের প্রথম বলেই ফুলটস পেয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারেন মঈন। দ্বিতীয় বলে উড়িয়ে মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে।