
অবসরের আগেই সহকারী কোচ হলেন ম্যাক্সওয়েল
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় কোচিংয়ে যোগ দিলেন ম্যাক্সওয়েল। স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্টে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন তিনি।