
কোচ হতে বিসিবির প্রস্তাব পেলেন আশরাফুল
বাংলাদেশ দলের শক্ত পাইপলাইন তৈরি করতে হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ টাইগার্স ও বয়সভিত্তিক দল নিয়ে বড় লম্বা পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এসব দলের সঙ্গে একাধিক দেশি কোচ কাজ করেন। এবার বিসিবির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।