রাইজিং স্টার্সে ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ, আছেন সূর্যবংশিও
চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে থাকা জিতেশ শর্মা এবার পাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব। এই সফর শেষে তিনি নেতৃত্ব দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসি সি) রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারত ‘এ’ দলকে। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষকের দলে আছেন বৈভব সূর্যবংশি, প্রিয়াংশ আরিয়া ও হার্শ দুবের মতো তরুণ ক্রিকেটাররা।