আদ্রিতো ঘোষের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
মোহাম্মদ নাইম, আকাশ রয় কিংবা সৌরভ কর্মকার ভালো শুরু পেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে ব্যাট হাতে ছোট ছোট অবদান রেখেছেন ঠিকই। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ২৭১ রানের পুঁজি পাওয়ার কাজটা করে দিয়েছেন আদ্রিতো ঘোষ। ৮ চার ও ২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ম্যাচ জেতাতে বাকি কাজটা করেছেন বোলাররা। জেসন ফার্নান্দোর ৭৮ রানের ইনিংসের পরও ৭ উইকেটে ১৯৩ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। চট্টগ্রামে সফরকারীদের ৭৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।