
পাকিস্তান সুপার লিগে আসছে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে নতুন 'প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি' চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই প্রযুক্তির মাধ্যমে মাঠের খেলোয়াড়দের প্রতিটি মুহূর্তের গতিবিধি বিশ্লেষণ করা সম্ভব হবে, যা দর্শকদের জন্য ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড।