আরিয়া এবারের আইপিএলের সেরা আবিষ্কার: পন্টিং এবারের আইপিএলে ফর্মের তুঙ্গে আছেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়া। দুজনই আছেন আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে। এই দুই ওপেনারের প্রশংসা করেছেন পাঞ্জাব দলের প্রধান কোচ রিকি পন্টিং।