বাংলাদেশকে সমীহ করলেও হারানোর আত্মবিশ্বাস আছে হংকংয়ের ১১ সেপ্টেম্বর এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির দল হংকং। যদিও বাংলাদেশকে আগাম হুমকি দিয়ে রেখেছে দলটি। এই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট আদায় করতে চায় হংকং।