জাতীয় লিগের প্রথম দিনে মার্শাল আইয়ুব-আরিফুলের সেঞ্চুরি
প্রথমবারের মতো জাতীয় লিগে খেলতে নেমেছে ময়মনসিংহ বিভাগ। উদ্বোধনী দিনে এদিন সিলেট বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে তারা। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। ব্যাট করতে নেমে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। আরেক ওপেনার নাইম শেখও আউট হয়ে যান মাত্র ৭ রান করে। এরপর আইচ মোল্লাও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ১১ রান।