
সবাইকে অবাক করে সেমিফাইনালে যাবে বাংলাদেশ, আশা হেলসের
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা চারে কারা যাবে, ফাইনালে খেলবে কোন দুই দল, সবচেয়ে বেশি উইকেট কে নেবেন কিংবা রানের খাতায় সবার উপরে থাকবে কার নাম! এমন সব প্রশ্নে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন বিরতিহীনভাবে। কোনো দেশের সাবেক ক্রিকেটারদের সেরা চারে তালিকাতেই নেই বাংলাদেশের নাম। তবে অ্যালেক্স হেলসের চাওয়া, সবাইকে অবাক করে সেমিফাইনালে যাবেন নাজমুল হোসেন শান্তরা।