পর্দার আড়ালে মুশফিক আমার কাজ সহজ করে তুলেছিল: হাথুরুসিংহে
‘সে (মুশফিক) যেভাবে প্রস্তুতি নেয়, এতটা বিস্তৃতভাবে প্রস্তুতি নিতে আমি আর কাউকে দেখিনি। তার মতো কাউকেই আমি আর দেখিনি। সম্ভবত শচীন টেন্ডুলকার তার মতো ছিলেন কিংবা তার কাছাকাছি ছিলেন।’ ২০২৪ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিমকে এমন মন্তব্য করেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের নিবেদন কতটা সেটারই বহিঃপ্রকাশ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধান কোচের।