
‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। ধারাবাহিক পারফরম্যান্স ও রান আটকে রাখার দক্ষতার কারণে তাকে ভারতের ইতিহাসের সেরা পেসার হিসেবেও বিবেচনা করা হয়। অনেকেই তাকে ডানহাতি ওয়াসিম আকরামও আখ্যা দেন। পাকিস্তানের সাবেক এই পেসারের নিখুঁত অ্যাকশন ও সুইং বিশ্ব ক্রিকেটে এখনও দুর্লভ।