
ছেলেদের অধিনায়ক হান্টার যেভাবে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায়
জন্ম মালয়েশিয়াতে, তবে বাবার পেশার কারণে অস্ট্রেলিয়াতে থাকেন এলসা হান্টার। ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপ দেখতে গিয়ে ক্রিকেটের প্রেমে মজেছিলেন এই অলরাউন্ডার। তারপর থেকেই ক্রিকেটের শুরু। তবে শুরুর গল্পটা ছেলেদের সঙ্গে। সুযোগের সদ্বব্যহার করতে ভুল করেননি হান্টার। নিজের যোগ্যতা দিয়ে বাবা-মার মন জয় করেছেন, ক্রিকেটকে পেশা বানিয়েছেন।