গিল-অভিষেক ও আর্শদীপকে নিয়ে পাঞ্জাবের শক্তিশালী দল ঘোষণা
শুভমান গিল, অভিষেক শর্মা ও আর্শদীপ সিংকে নিয়ে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাঞ্জাব। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের লড়াই শুরু হবে ২৪ ডিসেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র।
শুভমান গিল, অভিষেক শর্মা ও আর্শদীপ সিংকে নিয়ে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাঞ্জাব। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের লড়াই শুরু হবে ২৪ ডিসেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হয়নি বিরাট কোহলির। আট বল মোকাবেলা করেই শূন্য রানে সাজঘরে ফেরেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। তবে কোহলির ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নন পেসার আর্শদীপ সিং। তাঁর মতে, অভিজ্ঞতার কারণে দ্রুতই ছন্দে ফিরবেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুঃসংবাদ শুনল ভারত। চোট পেয়েছেন দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। বাম পায়ের হাঁটুর চোটের কারণে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় দলে যুক্ত হলেন ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এর আগে অনুশীলনের সময় বল থামাতে গিয়ে হাত কেটে চোট পান আর্শদীপ সিং। তার জায়গায় অস্থায়ী বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে কাম্বোজকে।