ভারতের বিপক্ষে খেলাটা সবচেয়ে বড় পরীক্ষা: ম্যাকডোনাল্ড
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ওপেনার ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ইনিংসে করেন যথাক্রমে তিন ও পাঁচ রান। তবুও সিরিজের বাকি দুই টেস্টে তার ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।