
‘গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা’
৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান! অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমান গিলের আছে চারটা সেঞ্চুরিও। তবে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কের চেয়ে রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রাখছেন অজয় জাদেজা। ভারতের সাবেক ক্রিকেটারের চোখে ইংল্যান্ডে বিপক্ষে গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা।