
দেশে দেবাশীষের প্রেরণা সাকিব, বিদেশে ওয়ার্ন-রশিদ
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ ছাড়া সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে যুব দল।
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ ছাড়া সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে যুব দল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুই বছরের বিরতিতে আবারও সিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।
লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখনো খেলাটাকে মনেপ্রাণে উপভোগ করছেন সাকিব। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলে এসে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের বিপক্ষে জিএসএলে খেলেছিলেন সোহান।
বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের দিকে এই প্রতিষ্ঠানটি নিয়ে যাত্রা শুরু করেন বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটের কারিগর হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনকে সঙ্গে নিয়েই এই ব্যবসায় নামেন তারা।
ম্যাক্স সিক্সটি টি–টেন লিগে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো আন্তর্জাতিক তারকারা। জমজমাট টুর্নামেন্ট ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। যদিও খেলোয়াড়দের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের জেরে বন্ধ হয়ে গেছে টুর্নামেন্টটির একের পর এক ম্যাচ।
ম্যাক্স সিক্সটি আসরে ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। বোকা রাটন ট্রায়ালব্লেজার্সের বিপক্ষে চার বলে কেবল দুই রান করেছেন এই অলরাউন্ডার। ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বল হাতে দুই উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সাকিব আল হাসানের গোল্ডেন ডাক! ম্যাচও হেরে গেল মায়ামি ব্লেজ। কেমান বে স্টিনগ্রেইসের বিপক্ষে ছয় রানে হারল সাকিবের দল।
ফ্লোরিডা লায়ন্সের মতো ফ্যালকন্সের বিপক্ষেও ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব আল হাসান। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ঝড় তুলে ২৬৩.৬৪ স্ট্রাইক রেটে ১১ বলে খেলেন ২৯ রানের ইনিংস। দুইটি ছক্কার সঙ্গে তিনটি চারও মারেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অ্যাঞ্জেলো পেরেরা ঝড়ো ব্যাটিংয়ে ১৩ রানের জয় পেয়েছে মায়ামি ব্লেজ।
সাকিব একদিন আগেই খেলেছেন গ্লোবাল সুপার লিগে। যদিও রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি আর বল হাতে ৪ উইকেট নেন সাকিব।
ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।