মুশফিককে শততম টেস্ট রাঙাতে দিতে চান না আয়ারল্যান্ড কোচ
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। মিরপুরের এই টেস্ট ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিরল কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আসন্ন টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান।