স্বাক্ষর নকল করে এনএসসিকে ভুয়া চিঠি, দাবি রিয়ার
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দিয়েছিলেন রিয়া আক্তার শিখা। সেই অভিযোগের প্রেক্ষিতে দল নির্বাচনের প্রক্রিয়া কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেট বোর্ড এমন তথ্য নিশ্চিত করার পর রিয়া জানালেন তিনি নাকি এনএসসিতে এমন চিঠিই দেননি। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়া নিজেই।