১১ বছর পর সানজামুলের সেঞ্চুরি, রবিউলের ৫ উইকেট
২০১৪ সালের এপ্রিলে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন সানজামুল ইসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও সেঞ্চুরির স্বাদ পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার। ১১৫ ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মূলত মিডল অর্ডার ব্যাটার হলেও লোয়ার মিডল অর্ডারেই খেলেন এখন তিনি।