ঢাকায় রেডফোর্ডের কোচিং প্যানেলে গোলাম মুর্তজা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ গোলাম মুর্তজা। লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে সহকারী কোচ হিসেবে কাজ করা রাজশাহীর সাবেক ক্রিকেটারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।