
এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান-অঙ্কন
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ আগস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। এরপর ১৫ আগস্ট সিলেটে যাবেন বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ক্যাম্পে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার।