২১ বছর পর নিউজিল্যান্ডের চাকরি ছাড়লেন বব কার্টার
জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটে কোচিংয়ের শুরুটা করেছিলেন বব কার্টার। পরবর্তীতে কাজ করেছেন মেয়েদের ক্রিকেট ও নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্সের কোচ হিসেবে। অবশেষে কিউইদের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। কার্টারের হাই পারফরম্যান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।