অঙ্কনের সেঞ্চুরি, মিরাজ-নাহিদুলের ৮ উইকেট
ইবাদত হোসেন ও খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা বিভাগ। দুর্দান্ত ইনিংসে সেখান থেকে দলকে টেনে তুলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেঞ্চুরি পাওয়ার দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। অঙ্কনের ওমন ব্যাটিংয়ের দিনে ৯৯ বলে ৭৪ রান করেছেন সুমন খান। তাদের দুজনের ব্যাটেই ৩১০ রান তোলে ঢাকা। অন্য ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাহিদুল ইসলাম নিয়েছেন চারটি করে উইকেট। তবুও খুলনার বিপক্ষে ১৪৭ রানের লিড পায় রাজশাহী বিভাগ।