টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
জুয়াইরিয়া ফেরদৌসের সঙ্গে আক্রমণাত্বক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করলে সোবহানা মোস্তারিও। তাদের দুজনের জুটির সেঞ্চুরিতে ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের প্রথম ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রিতু মনি। নাথাকান চানথাম, নান্নাপাট কনচারোয়েনকাই এবং নারুমোল চাইওয়াই চেষ্টা করলেও থাইল্যান্ডকে জেতাতে পারেনি। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সুপার সিক্সের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশের মেয়েরা। এমন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।