
আইপিএলের ফাইনাল কলকাতাতেই হবে, বিশ্বাস গাঙ্গুলির
সবকিছু ঠিক থাকলে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের ফাইনাল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। এই টুর্নামেন্টটি আবার শুরু হওয়ার পর ফাইনাল পিছিয়ে গেছে ৩ জুন। সূচি চূড়ান্ত হলেও প্লে অফের জন্য কোনো ভেন্যু ঘোষণা করেনি বিসিসিআই।