বিপিএলে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এড়াতে কঠিন সিদ্ধান্ত বিসিবির
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে থাকলেও অনেকেই অনেক সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকেছেন ঘনিষ্ঠভাবে। বিশেষ করে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকাকালীন এসব বিষয়কে তোয়াক্কাই করা হয়নি।