APL সিজন–২ এর ফাইনালে চ্যাম্পিয়ন দ্য অ্যাডভোকেটস চিটাগং
বাংলাদেশের আইনজীবী সমাজের ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন ‘Advocates Premier League (APL) – Season 2’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি, ব্লক-এন এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে The Advocates Chittagong শিরোপা জিতে নেয়।