
এলিট প্যানেলে পালেকার ও ওয়ার্ফ, বাদ গফ-উইলসন
এলিট প্যানেল আম্পায়ারদের তালিকা হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।