রাহির ৫ উইকেট, সিলেটের লিড
সৌম্য সরকারের ১৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় সংগ্রহের ভিত আগেই গড়ে রেখেছিল খুলনা বিভাগ। তারা প্রথম ইনিংসে অল আউট হয়েছে ৩৮৭ রান করে। ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল খুলনা। তবে তারা খুব বেশিদূর এগোতে পারেনি ময়মনসিংহের দারুণ বোলিংয়ে।