একই ইনিংসে ভারতের ২ বোলারের হ্যাটট্রিক
ভারতে রঞ্জি ট্রফির চলতি আসরে এক বিরল ঘটনার সাক্ষী হলো সার্ভিসেস ও আসামের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুই বোলার হ্যাটট্রিক করেছেন, যার নজির এবারই প্রথম। শনিবার আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ঘটেছে এই ঘটনা।