promotional_ad

২৩৩ রানের জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দুইয়ে সাউথ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৫১৬ রানের লক্ষ্য তাড়ায় ১০১ রানে ৫ উইকেট নেই শ্রীলঙ্কার। এমন ব্যাটিং ধসে সফরকারীদের জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল আগের দিনেই। দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কুশল মেন্ডিস মিলে চেষ্টা করলেও সেটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ডারবানে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৩ রানের বড় জয়ের দেখা পেয়েছে সাউথ আফ্রিকা। এমন জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে প্রোটিয়ারা।


কিংসমিডে ৫ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার পেসারদের তোপ সামলে সকালের প্রথম ঘণ্টা কাটিয়ে দেন ধনাঞ্জয়া ও চান্দিমাল। একটু পর থেকে সাবলীল ব্যাটিং করতে থাকেন তাদের দুজনই। সাবধানী ব্যাটিংয়ে ১০২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। ডানহাতি ব্যাটার একটু ধীরগতির ব্যাটিং করলেও অন্যপ্রান্তে ধনাঞ্জয়া ছিলেন আগ্রাসী। তাতে ৬৬ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।


promotional_ad

তাদের দুজনের জমে ওঠা ৯৫ রানের জুটি ভাঙে ধনাঞ্জয়ার বিদায়ে। কেশভ মহারাজের বলে মিড উইকেটে থাকা ট্রিস্টিয়ান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৮১ বলে ৫৯ রান করা লঙ্কান অধিনায়ক। ধনাঞ্জয়ার বিদায়ের পর চান্দিমালের সঙ্গে জুটি গড়ে তোলেন মেন্ডিস। তারা দুজনে মিলে যোগ করেন ৭৫ রান। সফরকারী দুই ব্যাটারের জুটি ভাঙেন জেরাল্ড কোয়েতজে। ডানহাতি পেসারের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন ৮৩ রান করা চান্দিমাল।


অভিজ্ঞ এই ব্যাটার সেঞ্চুরি মিস করেছেন। আরেক ব্যাটার মেন্ডিস মিস করেছেন হাফ সেঞ্চুরি। ৪৮ রানের ইনিংস খেলে মার্কা জেনসেনের বলে কাইল ভেরেইনার হাতে ক্যাচ দিয়েছেন। বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দোরা ফিরলে ২৮২ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া বাঁহাতি পেসার জেনসেন ৪ উইকেট নিয়েছেন। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে সফরকারীদের একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি।


নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে সাউথ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রোটিয়াদের এটি পঞ্চম জয়। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে টেম্বা বাভুমার দল। বর্তমানে তিনে থাকা অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট ৫৭.৬৯ এবং দুইয়ে থাকা সাউথ আফ্রিকার ৫৯.২৬। আর শীর্ষে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৬১.১১।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball