ভারতের ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে: হ্যাজেলউড

সংবাদ · বোর্ডার-গাভাস্কার সিরিজ
ভারতের ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে: হ্যাজেলউড
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ভারত। এই হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কড়া সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররাই। সামনেই ভারতীয় দলের অস্ট্রেলিয়ার সফর।

এই সফরে ভারতের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা না খেলা। ফলে সিরিজটি নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। অজি পেসার জশ হ্যাজেলউড মনে করেন এই সিরিজ হার ভারতের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে।

মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারত আরও ক্ষীপ্রতা নিয়ে অজিদের বিপক্ষে মাঠে নামবে সেই আশঙ্কাই করছেন অজি পেসার হ্যাজেলউড। সম্প্রতি তিনি বলেন, ‘এই সিরিজ হার হয়তো ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে। ওরা (ভারত) এলে বুঝতে পারব কী পরিস্থিতি।’

কদিন আগেই বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াডও ঘোষণা করেছে ভারত। তবে অস্ট্রেলিয়া এখনও নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি। ভারতের স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন তবে কয়েকজন ক্রিকেটারের এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর।

তাই তাদের সেই দুর্বলতা কাজে লাগাতে চায় অজিরা। হ্যাজেলউড বলেছেন, ‘ভারতীয় দলের অনেকেই অস্ট্রেলিয়ায় খেলেছে। কিন্তু কয়েকজন ব্যাটার প্রথমবার। তারা কিন্তু একটু হলেও দ্বিধায় থাকবে এখানে কী করতে হবে। আগে থেকে কিছু বলা সম্ভব নয়।’

এদিকে টানা ধকল কাটাতে এই সিরিজের প্রথম টেস্টে নাও দেখা যেতে পারে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। ফলে রোহিত না থাকলে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে জসপ্রিত বুমরাহকে।

আরো পড়ুন: this topic