promotional_ad

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবিধান অনুযায়ী টানা তিনটি সভায় যদি কোনো পরিচালক অনুপস্থিত থাকেন তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। সম্প্রতি এই নিয়মের বেড়াজালে আটকা পড়লেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জন পরিচালক।


রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গা ঢাকা দিয়েছেন পাপনসহ তার অধীনে থাকা বিসিবির অনেক পরিচালকই। এদের মধ্যে কেউই যে নিকট সময়ের মাঝে বোর্ডে ফিরবেন না, এমনটাও সহজেই অনুমেয়।


promotional_ad

এদের মধ্যে পাপন সভাপতির পদ থেকে ইস্তফা দিলেও বোর্ডে বহাল ছিল তার সদস্যপদ। নতুন সভাপতি ফারুক আহমেদ এরই মাঝে বেশ কয়েকটি বড় সভার আয়োজন করেন, যেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন না পাপনসহ বিসিবির অর্ধেকের মতো পরিচালক।


অবশেষে গত বুধবারের সভায় পাপনের নেতৃত্বাধীন বিসিবি পরিচালক পর্ষদের ১১ পরিচালক পদচ্যুত হয়েছেন। গতকালের সভাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে বিসিবি।


পদ হারানো বাকি ১০ জন হলেন- আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।


এ ছাড়াও তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball