promotional_ad

এক বছর পর অস্ট্রেলিয়া দলে স্টইনিস, ছুটিতে হেড-মার্শ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ায় যাবে পাকিস্তান দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। এই উপলক্ষে ১৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।


গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফরের সময় ছুটিতে ছিলেন কামিন্স। কামিন্স ছাড়াও স্কোয়াডে ফিরেছেন মার্কাস স্টইনিস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে দলে ফিরেছেন তিনি।


promotional_ad

সিরিজ চলার সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। দুজনকেই পিতৃত্বকালীন ছুটি দিয়েছে বোর্ড। এই দলে নেই ক্যামেরন গ্রিন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়েছেন তিনি।


২৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হবে। যার কারণে ৬ মাস মাঠের বাইরে থাকবেন তিনি। পুরোপুরি সেরে উঠতে ৯ মাসও লেগে যেতে পারে। মূলত গ্রিন-মার্শরা না থাকার কারণেই প্রায় এক বছর পর ফেরানো হলো স্টইনিসকে।


এদিকে হেড-মার্শ দুজনই না থাকায় এই সিরিজে নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাথু শর্ট এবং জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে দেখা যেতে পারে। দলে জায়গা ধরে রেখেছেন শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি।


ইংল্যান্ড সফরে দারুণ পারফর্ম করেও বাদ পড়তে হয়েছে উইকেটরক্ষক–ব্যাটার অ্যালেক্স ক্যারিকে। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এবারের আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই অজিদের শেষ ওয়ানডে সিরিজ।


অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার–ম্যাকগার্ক ও অ্যারন হার্ডি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball