promotional_ad

তরুণদের সুযোগ দিতেই মাহমুদউল্লাহ-সাকিবদের অবসর, বলছেন পোথাস

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে নিজের অবসরের কথা গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ব্যাটার।


বাংলাদেশের হয়ে দীর্ঘ ১৭ বছর টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। এই ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় দিতে তাই বাড়তি আয়োজন থাকবে সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস স্পষ্ট করে কিছু বলতে পারলেন না। 


promotional_ad

মাহমুদউল্লাহকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পোথাস বলেছেন, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’ এর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই সাকিব আল হাসান জানিয়েছেন আর টি-টোয়েন্টিতে দেখা নাও যেতে পারে তাকে।


আর দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলবেন এই তারকা অলরাউন্ডার। পোথাস মনে করেন তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই বিভিন্ন ফরম্যাট থেকে সিনিয়র ক্রিকেটাররা অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন।


পোথাস বলেছেন, '(হাসি) আমি জানি না। আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। তবে যত লম্বা সময় ধরে তারা খেলে গেছে, আমার মনে হয় তারা তরুণ ক্রিকেটারদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সেই অভিজ্ঞতাটা তরুণদের দিয়ে যেতে পারাটা দারুণ ব্যাপার। তাদের মত সামর্থ্যের ক্রিকেটার পাওয়াটা বেশ ভালো ছিল বাংলাদেশের জন্য। তাদের জন্য আমরা শুভকামনা জানাই।'


শনিবার রাত আটটায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে হারের পর টি–টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে হেরে ভারতের কাছে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball