আবারও শীর্ষে বুমরাহ, ক্যারিয়ারসেরা অবস্থানে জায়সাওয়াল-কামিন্দু
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে লড়াই জমে উঠেছিল জসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের। গত ফেব্রুয়ারিতে টেস্টের বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন বুমরাহ। শীর্ষস্থান থেকে তিনি সেবার সরিয়ে দিয়েছিলেন অশ্বিনকে।
এরপর মার্চে আবারও বুমরাহকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন অশ্বিন। এরপর থেকেই সাদা পোশাকের শীর্ষ বোলার ছিলেন ভারতের এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে বল দারুণ পারফরম্যান্স করে আবারও অশ্বিনকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন বুমরাহ।
যদিও তাদের ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্টের। কানপুরেও নিরব লড়াই চলেছে অশ্বিন ও বুমরাহর। বাংলাদেশের বিপক্ষে ৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। আর কানপুর টেস্টে বুমরাহর শিকার ৬ উইকেট। আর তাতেই অশ্বিনকে টপকে গেছেন তিনি।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পারফর্ম করে নাথান লায়নের সঙ্গে যৌথভাবে ৭ নম্বরে উঠে এসেছেন প্রবাথ জয়াসুরিয়া। গলে ৯ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আর দুই ম্যাচে মিলিয়ে তার ঝুলিতে ১৮ উইকেট। এদিকে কানপুরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়ে ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়েছেন ইয়াসভি জায়সাওয়াল।
প্রথম ইনিংসে ৫১ বলে ৭২ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৪৫ বলে ৫১ রানের ইনিংস। দুই ইনিংসেই ১০০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন তিনি। টেস্ট ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় এই ব্যাটার। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে আছেন তিনি।
এদিকে সেরা দশে ফিরেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৪৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে ৬ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের ইনিংস খেলা লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন।