|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে রীতিমতো উড়ছিল বাংলাদেশ দল। তবে পরের সিরিজেই ভারতের বিপক্ষে নাজেহাল অবস্থা হয়েছে টাইগারদের। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। এর মধ্যে কানপুরে আড়াই দিন বৃষ্টির পরও টাইগাররা ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছে।
এই সিরিজের পারফরম্যান্সে বাংলাদেশ বাস্তবতা বুঝেছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তানকে হারানো বড় অর্জন মানলেও ভারতের বিপক্ষে ভুল থেকে বাংলাদেশ দল শিক্ষা নেবে বলেই বিশ্বাস তার।
মাঞ্জরেকার বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে। তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে এসেছিল। কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ফর্ম বিশেষভাবে সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছিল। মুশফিকুর রহিম-লিটন দাসদের বেশ কিছু ব্যক্তিগত ইনিংসে বড় পার্থক্য গড়ে দিয়েছিল। ভারতে ব্যর্থতার পেছনে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের বড় দায় দেখছেন মাঞ্জরেকার।
তাদের কাঠগড়ায় তুলে সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন। তবে অবশ্যই সামনে এগোতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে। সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছে, দেশে যারা বড় সুপারস্টার, বড় ব্র্যান্ড, আপনাদের এত মনোযোগ প্রাপ্য কি না, সেটা দেখানোর সময় ছিল এটা।’
মাঞ্জেরেকার যোগ করেছেন, ‘লিটন, মুশফিকুর, সাকিব যেভাবে ব্যাটিং করেছে, আমরা তেমন কিছু দেখিনি। তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনো হুমকি বলে মনেই হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে। তবে এরপর মনে হয়েছে, ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের। এই কাজটাই সিনিয়র ক্রিকেটারদের করতে হয়।’