promotional_ad

বিপিএলে আবারও বরিশালের অধিনায়ক তামিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়ে বিপিএল সেরা ক্রিকেটারও হয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আগামী মৌসুমেও খেলবেন তামিম। খেলার পাশাপাশি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 


সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সেটার আগে অবশ্য বেশ কিছু ক্রিকেটারকে রিটেইন করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। ড্রাফটের বাইরে গিয়ে দেশের তারকা ক্রিকেটাররের সঙ্গে সরাসরি চুক্তিও করা যাবে।


promotional_ad


যদিও ফ্র্যাঞ্চাইজিরা কজন ক্রিকেটারকে রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে বরিশালের হয়ে খেলায় তামিমকে রিটেইন করার সুযোগ পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিপিএল শুরুর মাস তিনেক আগে সেই কাজ সেরে ফেলেছে বরিশাল। 


প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন করতে অধিনায়ক হিসেবে যেমন সফল ছিলেন তেমনি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তামিম। পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। যেখানে তামিম রান করেছিলেন ১২৭.১৩ স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সে বিপিএলের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। 


বিপিএলের সবশেষ মৌসুম থেকে মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজি টিকে গেছে এবারের মৌসুমে। চ্যাম্পিয়ন বরিশাল তাদেরই একটি। বাকিদের মাঝে সিলেট স্ট্রাইকার্সের পাশাপাশি থাকছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। নতুন করে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হয়েছে চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball