promotional_ad

আইপিএলের নিলাম আয়োজনে আগ্রহী সৌদি আরব

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের নভেম্বরে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আইপিএলের আয়োজকরা। ঝুলে আছে আইপিএল নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তও।


দলগুলো কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে তা নিয়েও স্পষ্ট কিছু জানায়নি আইপিএল কতৃপক্ষ। মেগা নিলাম দিয়ে দলগুলো নিজের ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। আইপিএলের ড্রাফট কোথায় হবে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।


promotional_ad

গত বছর আইপিএল নিলাম আয়োজিত হয় দুবাইয়ে। এবারও দেশের বাইরেই আইপিএলের নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দোহা বা আবু ধাবির মতো শহর আছে বিবেচনার তালিকায়।


যদিও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে আইপিএলের নিলাম আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি আরব ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ শুরু করেছে। এরই অংশ হিসেবে আইপিএলের নিলামের অংশীদার হতে চায় তারা।


এদিকে ভারতের গণমাধ্যমের দাবি অনুযায়ী সেপ্টেম্বরের শেষেই প্লেয়ার রিটেনশন নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে নিলামের আগে দু'মাস সময় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে। এর মধ্যেই তারা রিটেইন করা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করতে পারবে।


রিটেইন তালিকা জমা দেয়ার শেষ তারিখ হতে পারে ১৫ নভেম্বরের আশেপাশে। গত বছর আইপিএলের নিলামের কেন্দ্র হিসেবে লন্ডন ও ইস্তাম্বুলের নাম উঠে এসেছিল। অবশ্য শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই ভরসা রাখে আইপিএলের আয়োজকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball