ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাটলারের ফেরা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:36 বুধবার, 04 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। কদিন পরেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। যদিও আসন্ন এই সিরিজে দলটির অধিনায়ক জস বাটলারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

চোটের কারণে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলতে পারেননি তিনি। চলতি সপ্তাহেই  ভাইটালিটি ব্লাস্টে মাঠে নামার কথা ছিল তার। তবে তার সেখানেও খেলা হচ্ছে না। এমনটাই জানিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম।

বাটলার না থাকলে ইংল্যান্ড দলকে কে নেতৃত্ব দেবেন তা এখনও নিশ্চিত নয়। ইংল্যান্ডের কোনো আনুষ্ঠানিক কোনো সহ-অধিনায়ক নাই। তবে স্যাম কারান বা ফিল সল্টের মধ্যে কেউ দলকে নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ইংল্যান্ড। সেমি ফাইনালে ভারতের বিপক্ষে হেরে তাদের এই বিশ্ব আসর থেকে বাদ পড়তে হয়। সেই ম্যাচের পর আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি তিনি। বাটলারের চোট নিয়ে বিবিসি রেডিওকে ল্যাঙ্কাশায়ারের কোচ ডেল বেনকেনস্টাইন কথা বলেছেন।

এ প্রসঙ্গে বেনকেনস্টাইন বলেছেন, 'আমরা তার খেলার ব্যাপারে বিষয়ে কিছু খারাপ খবর পেয়েছি। তার একটা ইনজুরি ছিল যেটা থেকে সে সেরে উঠছিল। সে আমাদের হয়ে খেলতে খুবই আগ্রহী ছিল।'